স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি অস্ট্রেলিয়ার আয়োজনে আগামী ১১ এপ্রিল রবিবার বিকেল ৫ টায় ধাঁনসিডি রেস্টুরেন্ট লাকেম্বায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে । এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে৷
আলোচনা সভায় সভায় সভাপত্বিত করবেন, বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি, হাবিব মোহাম্মদ জকী,বিশেষ অতিথি সিডনি বিএনপির সভাপতি আরমান হোসেন ভূঁইয়া৷ প্রধান অতিথি এস এম নিগার এলাহী চৌধুরী,সাধারন সম্পাদক বিএনপি অস্টেলিয়া৷ অনুষ্ঠান পরিচালনা করবেন : মোহাম্মদ মোমেন মোললা – যুগ্ন সাধারন সম্পাদক বিএনপি ও দীন মোহাম্মদ সাধারন সম্পাদক সিডনি বিএনপি৷ উক্ত সভায় বি এন পি র সকল নেতা কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে৷