বিআইডব্লিউটিএর আপত্তিতে আবারো অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতু।
Monday, October 12, 2020

রেলওয়ের প্রস্তাবিত কালুরঘাট সেতুর উচ্চতা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকেও অনড় বিআইডব্লিউটিএ। গতকাল রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে কর্ণফুলীর যে অংশে সেতু হবে সেখানে ১২ দশমিক ২ মিটারের নীচে সেতু করা যাবে না বলে আপত্তি জানায় বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর এমন আপত্তিতে আবারো অনিশ্চয়তায় বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতু।
বিআইডব্লিউটিএর মতামত অনুযায়ী সেতু করতে গেলে সেতুর ব্যয় বেড়ে দাঁড়াবে ৪ গুণ। কর্ণফুলী নদীর উচ্চতা নিয়ে রেল মন্ত্রণালয়ের সাথে নৌপরিবহন অধিদপ্তরের মতের যে অমিল দেখা দিয়েছে সহসাই এ জটিলতা নিরসনের কোনো পথ দেখা যাচ্ছে না। এক্ষেত্রে একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সরকারি গেজেট সংশোধনই সেতু নির্মাণে আলোর মুখ দেখতে পারে।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর স্থগিত হওয়া ভোট আগামী নভেম্বরই- নির্বাচন কমিশন।
- পাপিয়াসহ স্বামীর ২৭ বছরের কারাদণ্ড। »