বাসচাপায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয়জনের মৃত্যু।
Saturday, August 22, 2020

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলায় বাসচাপায় একটি প্রাইভেটকারের চালকসহ ছয়জনের মৃত্যু হয়েছে।এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে যান। উদ্ধারকাজ এখনো চলছে।
ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান জানান, আজ সকালে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটির ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চালকসহ ছয়জন নিহত হন।
Categories:ব্রেকিংনিউজ
Tags: