বাংলাদেশ সহ ১৬টি দেশের নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরেক ধাপ বাড়িয়েছে ইতালি

ইতালিতে করোনা আক্রান্তের শুরুর দিকে খুবই ভয়াভহ আকার ধারণ করে।তাদের দেশের চিকিৎসা ব্যবস্থার খুবই নাজুক অবস্থার সৃষ্টি হয়। প্রতি নিয়ত পরিস্থিতি সামাল দিতে ডাক্তার নার্সদের হিমসিম খেতে হয়েছিল। এমন ভয়াবহ অবস্থা পুনরায় সৃষ্টি না হওয়ার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে ১৬ টি দেশকে, তাদের দেশে প্রবেশে বিধি নিষেধ আরোপ করে।
গতকাল সোমবার ইতালির সরকার নতুন নির্দেশনা জারি করে।এতে প্রায় আগের বিধি নিষেধ গুলোই বহাল রেখেছে।এই বিধি নিষেধ আগামী ৭ই অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে স্থানীয় গনমাধ্যমগুলো।বাংলাদেশসহ ১৬ টি দেশের উপর ৭ই অক্টোবর পর্যন্ত আরেক দফা ইতালিতে প্রবেশে নিষেধ আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ যে কোন দেশ থেকে ইতালিতে প্রবেশ করলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।অপরদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ গুলো থেকে ইতালিতে প্রবেশের কোন নিষেধ নাই।বিধি নিষেধ ভুক্ত দেশ গুলো হলঃ বাংলাদেল, পেরু, ওমান, কসোভা, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, পানামা, চিলি, ব্রাজিল, আর্মেনিয়া, মলডোবা, রিপাবলিক ডোমেনিকান, মল্টেনেগ্রো, সার্বিয়া বসনিয়া, হার্জেগোভিনা ও বাহরাইন।
- « হাসান মাহমুদ চৌধুরীকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর।
- ভিক্টোরিয়ায় আরও ২৬০,০০০ জন চাকরি হারাতে পারে। »