বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির কার্য়করী সভাপতি প্রাক্তন মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে চিএনায়ক ইলিয়াছ কাঞ্চনের দায়েরকৃত ১০০ কোটি টাকার মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।গত মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী সকালে নগরীর ১ নং জেটিগেট বারেক বিল্ডিং এলাকায় এই বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান,কার্যকরী সভাপতি নুরুল হক,সহসভাপতি মো আরিফুর ইসলাম। সভাপতির বক্তব্যে মো শফিকুর রহমান বলেন,মফল মন্ত্রী ও প্রখ্যাত শ্রমিক নেতা শাহজাহান খান এমপির বিরুদ্ধে দায়ের কৃত ১০০ কোটি টাকার মিথ্যা মামলা যদি অবিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালনের হুসিয়ারি দিয়েছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো শাহজাহান,নজীর আহম্মেদ,হাজ্বী মো,আবদুস রহমান, সাধারন সম্পাদক হাজ্বী আবদুস ছবুর,যুগ্ন সম্পাদক মো ,বখতিয়ার,সহ সম্পাদক মো আবুল হাসেম খোকন,মো হারুন,মাহাবুল আলম,কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ওসমান সাংগঠনিক সম্পাদক মো জয়নাল খান লাদেন,সহ সাংগঠনিক সম্পাদক মো আলাউদ্দিন ফারুক,প্রচার সম্পাদক মো আনোয়ার হোসেন,সহ প্রচার সম্পাদক মো আমির হোসেন,ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো,আইযুব খান,আবদুল করিম,শ্রম কল্যান সম্পাদক মো সুলতান জুয়েল ও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহি সদস্যরা।১৮-০২-২০২০ ইং
প্রেস বিজ্ঞপ্তি।
- « লাকেম্বায় ঐতিহ্যবাহী মেজবান আয়োজন সম্পন্ন
- মুজিবর্ষ নিয়ে লম্ফ-ঝম্ফ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর »