বাংলাদেশ ব্যাংক এর নতুন সার্কুলার! লকডাউনে খোলা থাকবে ব্যাংক।
Tuesday, April 13, 2021

লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানোর পর লকডাউনের মধ্যে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ওই চিঠি পাওয়ার পর সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিকালে সব তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতীত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হলো।
এ ক্ষেত্রে লেনদেনের পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
Tags:
- « খালেদা জিয়া সহ ফিরোজা ‘র সবাই করোনায় আক্রান্ত।
- কোরানের আয়াত বাতিল চেয়ে রিটকারীকে জরিমানা! রিটকে বাজে বলে মন্তব্য ভারতের সুপ্রিম কোর্টের। »