বাংলাদেশেকে কি ইতালি, ফ্রন্স, ও অন্যান্য দেশের মত রূপে দেখতে হবে?
Monday, April 6, 2020

আমার কি তাহলে বাংলাদেশে কে ইতালি, ফ্রন্স, ও অন্যান্য দেশের রূপে দেখতে চাইছি??? প্রত্যেক পাড়া মহল্লা কয় এক জন মিলে যার যার স্থান হতে পাড়া মহল্লার মূল রাস্তা লকডাউন করুন এখনও সময় আছে, নিজেকে নিজের পরিবারকে আর দেশটাকে সুরক্ষিত রাখতে। আমরা এমনই জাতি পুলিশ প্রসাশন যতক্ষন আমাদের পাহারা দিবে ততক্ষন আমরা বাসায়। পুলিশ প্রসাশন যদি আমাদের পাহারা দেওয়া নিয়ে ব্যস্ত থাকে তাহলে তারা আমাদের অন্য সেবা কিভাবে দিবে/পাবেন???? ঘরে বসেই ত্রান পাওয়ার সুযোগটা পুলিশ প্রসাশনকে দিন। এভাবে আর কতদিন??? এখনি সময় যার যার স্থান থেকে পাড়া মহল্লার মূল রাস্তা লকডাউন করার।
জনস্বার্থে পোস্ট টি শেয়ার করার অনুরোধ রইল।
Categories:বাংলাদেশ
Tags:
- « কর্মকর্তারা গরিব মানুষকে আঘাত বা লাঞ্ছিত করে কি আশায়
- বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ১২৯ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭৬ যুক্তরাজ্যে ৩০ »