রান্না বিষয়ক অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চুড়ান্ত পর্বে উঠে এসেছেন বাংলাদেশী বংশোদ্ভূত কিশোয়ার (নুপুর)।
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ত্রয়োদশ আসরের বাছাইপর্বে কিশোয়ার চৌধুরী রান্না করেন বাংলাদেশি পদ। সেই রান্নার ঝলক দেখানো হয়েছে প্রথম পর্বে। এর আগে বাছাইপর্বে পরিচিতি পর্ব এবং প্রথম পদ রান্নার একটি দীর্ঘ পর্বও প্রচারিত হয়েছে। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা প্রতিদ্বন্দ্বীদের তালিকায় আপাতত সপ্তম স্থানে আছেন কিশোয়ার।
অস্ট্রেলিয়ার জাতীয় গণমাধ্যমে এরই মধ্যে সাড়া পড়েছে তাঁকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে সমর্থন করতে সরব হয়ে উঠেছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা। কিশোয়ারের হাতে বাংলাদেশের নানা স্বাদের ঐতিহ্যবাহী পদগুলো শিগগিরই দেখা যাবে আন্তর্জাতিক প্রচারমাধ্যমে।