বরিশাল-ঢাকা মহাসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেজর সুরাইয়ার।
Friday, September 11, 2020

বরিশাল-মহাসড়কে অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৬ যাত্রী নিহত।ওই ঘটনায় নিহতদের একজন সেনা কর্মকর্তা মেজর সুরাইয়া আক্তার।
পারিবারিক কাজে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন মেজর সুরাইয়া।যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান এর মেজর।
দুর্ঘটনায় নিহতরা হলেন, অ্যাম্বুলেন্সে বহন করা মৃত আরিফ হোসেন রাড়ি, তারেক হোসেন কাইউম।সুরাইয়া আক্তার শিউলী।কোহিনূর বেগম এবং নজরুল ইসলাম।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags:
- « স্টেশন ও ট্রেনে মেনে চলা হচ্ছেনা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি ;সরকার হারাচ্ছে রাজস্ব।
- দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। »