প্লেটে সাজিয়ে শক্তিশালী টিম দিয়েছিল ধোনিকে, প্রাক্তন এ অধিনায়ক বিষ্ফোরক দাবি।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক শ্রীকান্ত বলেছেন, “ধোনিকে প্লেটে সাজিয়ে একটা শক্তিশালী টিম উপহার দিয়েছিল সৌরভ গাঙ্গুলি।
অসাধারণ উইনিং কম্বিনেশন তৈরি করেছিল সৌরভ। সেটা ও ধোনিকে দিয়ে গিয়েছিল। ভারতীয় দলের ক্রিকেটারদের মানসিকতা ও টিমের প্লেইং স্টাইল বদলে দিয়েছিল ক্যাপ্টেন সৌরভ। আমার মনে হয় সৌরভ অনেক খারাপ সময় দলের ক্যাপ্টেন্সি সামলেছে। আর ওর আমল থেকে ভারতীয় দলে একের পর এক বদল হতে শুরু করে। সেগুলো দলের কাজে লেগেছিল। সাফল্য আসছিল।”
এরপরই শ্রীকান্তের মুখ থেকে যেন কথা ছিনিয়ে নিলেন গৌতম গম্ভীর। তিনি দাবি করলেন, “ধোনি কিন্তু কোহলির জন্য তেমন একটা কোয়ালিটি প্লেয়ার তৈরি করে রেখে যেতে পারেননি। গম্ভীর বললেন, বিরাট নিজেই অসাধারন ক্রিকেটার। কোহলি, রোহিত শর্মা ও জস প্রিত বুমরা ছাড়া ধোনি তেমন কোনও ম্যাচ উইনারকে তৈরি করতে পারেনি। সৌরভ যেমন হরভজন, যুবরাজ, জাহির, সেহ্বাগের মতো ম্যাচ উইনারদের তুলে এনেছিল। আবার এটাও মনে রাখতে হবে, জাহির খানের মতো বোলার এর জন্য ক্যাপ্টেন ধোনিও কিন্তু অনেক সাফল্য পেয়েছে।
- « চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড।
- ভিক্টোরিয়ায় রেকর্ড ৩১৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। »