প্রবীণ জনপ্রিয় নায়িকা সোনিয়া এখন সিলেটি লন্ডন প্রবাসীর গৃহবধু

মর নায়ক সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজসহ প্রথম সারির নায়কদের নায়িকা হয়েও অভিনয় করেছেন সোনিয়া। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করতেন।ঢাকাই ছবির নব্বই দশকের ব্যস্ত নায়িকাদের কাতারে ছিলেন সোনিয়া। তার অভিনীত বেশ কিছু ছবি ছিল ব্যবসা সফল। মোট ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন।
সোনিয়া এখন লন্ডন প্রবাসী। সেখানেই তিনি চিরায়ত বাঙালি নারীর মতো সংসার আগলে সংসারী হয়েছেন। পাশাপাশি স্থানীয় বাঙালি কমিউনিটির মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন।কিন্তু প্রায় দশ বছর ধরে সব ধরনের অভিনয়ের বাইরে তিনি খোঁজ নিয়ে জানা গেছে!
বর্তমানে এই অভিনেত্রী লন্ডনের নাগরিক হিসেবে সেখানেই বাস করছেন। বৈবাহিক জীবনে সোনিয়া তিন সন্তানের জননী।সোনিয়ার নিজস্ব ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি এখন ধর্মকর্মে বেশ মনোযোগী, সবসময় পর্দা করেই চলাফেরা করেন।
প্রসঙ্গত, ১৯৯১ সালে ‘মাস্তান রাজা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অভিনয় শুরু। এরপর অভিনেতা রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রেম শক্তি’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। ১৯৯২ সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছিলেন।
সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ ছবিতে। এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি।