প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ আ.লীগের সভা।

করোনায় স্থবির হয়ে পড়া সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফেরানোর পাশাপাশি দীর্ঘদিন আটকে থাকা সিদ্ধান্তগুলো চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (আজ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল মহামারীর প্রাদুর্ভাবের আগে গত ৯ মার্চ। এরপর গত ১৬ সেপ্টেম্বর গণভবনে সীমিত পরিসরে দলের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ৬ সেপ্টেম্বর দলের সংসদীয় বোর্ডের ও ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
- « করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। »