প্রধানমন্ত্রীর জার্সি নাম্বার ১০
Thursday, October 17, 2019

ফিফা প্রেসিডেন্ট Gianni Infantino প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর নামে করা একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন, ফিফা প্রেসিডেন্ট। যার জার্সি নাম্বার ১০। প্রধানমন্ত্রী এ জার্সি পেয়ে খুব খুশি হয়ে যান এবং প্রধানমন্ত্রীও একটি জার্সি ফিফা প্রেসিডেন্ট কে ও উপহার হিসেবে প্রদান করেন। বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে একদিনের সফরে ফিফা প্রেসিডেন্ট এখন বাংলাদেশে অবস্থান করছেন।
স্বাধীন কন্ঠ।
Categories:খেলা
Tags:
- « সৌদি আরবে বাসে আগুন।
- সিডনি তে প্রথম “অস্ট্রেলিয়ান বাংলাদেশী ব্যাডমিন্টন সুপার সিরিজ ২০১৯ ” আগামী ১৭ নভেম্বর »