প্রকাশ্যে বিবস্ত্র হয়ে তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়া বাবলু পুলিশ হাতে গ্রেফতার।
Tuesday, August 25, 2020

প্রকাশ্যে দিবালোকে প্যান্ট খুলে একটা মেয়েকে ধর্ষনের হুমকী দিয়েছে বাবলু নামের এক ছেলে,ঘটনার সময় বাবলুর মা জোসনা এবং বাবলুর ভাই জিতুর স্ত্রী সানজিদা সাথে ছিলো।
মূহুর্তের মধ্যে ছবি সহ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম সহ ফেসবুকে ছড়িলে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে, পরে বাবলুকে আটক করা হয়।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ভবনের সামনে এক নারী দাঁড়িয়ে আছেন। দূরে বিবস্ত্র হয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে এক কিশোর তার দিকে এগিয়ে যায়। তার পেছনে দুই নারীকেও দেখা যায়। তারা তাকে টেনে নিয়ে আসে।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « পুলিশি নির্যাতনে উখিয়ার ওসি সহ ৪পুলিশের বিরুদ্ধে আদালতের এজাহার। তদন্ত করার জন্য পিবিআইকে আদলতের নির্দেশ।
- সিডনি সিবিডির জন্য কোভিড-১৯ এর নতুন সতর্কতা। »