পুলিশি নির্যাতনে উখিয়ার ওসি সহ ৪পুলিশের বিরুদ্ধে আদালতের এজাহার। তদন্ত করার জন্য পিবিআইকে আদলতের নির্দেশ।

আজ ২৫ শে আগস্ট কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ ধর্ষিত এক নারীর এজাহার দায়ের করা হয়।আদালতের পিপি এডভোকেট একরামুল হুদা নিশ্চিত করেন যে, আদালতের বিচারক সেবুন্নেছা আয়েশা এই আদেশ প্রদান করেন।এজাহারে অভিযুক্তরা হলেন উখিয়া থানার ওসি মর্জিনা আকতার, রাঙ্গামটিতে বর্তমানে কর্মরত কনস্টেবল মো: সুমন,উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম এবং এএস আই মো:শামীম।
অভিযোগ কারী বেসরকারী কলেজের একজন ছাত্রী।সে এজাহারে উল্লেখ করে যে,কনস্টেবল সুমন তার পূর্ব পরিচিত এবং তার সাথে প্রেমের সম্পর্কও ছিল।গত ৭ই জুলাই ছাত্রীটি কনস্টেবল সুমনের কর্মস্থান খুনিয়াপালং চেকপোস্টে যান।সুমন বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীটিকে ধর্ষন করে পালিয়ে যায়।বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে ফোনে জানানোর পর সে থানায় যায়।থানায় যাওয়ার পর অভিযুক্তরা তাকে ব্যাপকভাবে নির্যাতন করে বলে সে এজাহারে উল্লেক করে।
- « মানব বন্ধনে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের উপর হামলা : মামলায় বাঁশখালীর পৌর মেয়র সহ ২৬ জন আসামী ;৪ জন গ্রেপ্তার
- প্রকাশ্যে বিবস্ত্র হয়ে তরুণীকে ধর্ষণের হুমকি দেওয়া বাবলু পুলিশ হাতে গ্রেফতার। »