পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
Monday, April 11, 2022

পাকিস্তানে এক অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হবার পর বিরোধীদলীয় জোটের নেতা শাহবাজ শরীফ নতুন প্রধানমন্ত্রী হয়েছেন।
স্পিকার আইয়ায সাদিক ঘোষণা করেন, পার্লামেন্টের ৩৪২ জন সদস্যের মধ্যে মি.শরীফের পক্ষে ভোট দেন ১৭৪ জন এবং তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ শাহ কোরেশি কোন ভোট পাননি।
শাহবাজ শরীফ হচ্ছেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। তিনি ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং এর পর পাকিস্তানে নতুন নির্বাচন হবে।
এর আগে শনিবার ভোররাতে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান – যিনি ২০১৮ সালে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রী হয়েছিলেন। পাকিস্তানের ইতিহাসে এ পর্যন্ত কোন নির্বাচিত প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করতে পারেননি এবং মি. খানই প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে ক্ষমতা হারালেন।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন
- কাতারে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো দুই বাংলাদেশী। »