পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ।
Wednesday, April 14, 2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৩ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের সময় সবাইকে স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ এবং পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা বাইরে কোনো অনুষ্ঠান করতে পারছি না। কারণ, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত হেনেছে সারা দেশে। করোনাভাইরাস আরও প্রাণঘাতী হয়ে আভির্ভূত হয়েছে।’
পয়লা বৈশাখের আনন্দ তাই গত বছরের মত এবারও ঘরে বসেই উপভোগ করব আমরা। টেলিভিশন চ্যানেলসহ নানা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠানমালা প্রচারিত হবে। সেসব অনুষ্ঠান উপভোগ ছাড়াও আমরা নিজেরাও পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে আনন্দ উপভোগ করতে পারি।’
Tags:
- « চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু পবিত্র রমজান মাস।
- করোনায় আক্রান্ত স্বদেশ বার্তা’র সম্পাদক ফয়সাল আজাদ »