পরীক্ষায় আসা সংখ্যার চেয়ে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশী ; আশঙ্কা নিউ সাউথ ওয়েলস কতৃপক্ষের।

নিউ সাউথ ওয়েলস- এ প্রতিদিন করোনা পরীক্ষায় যে সংখ্যক পজিটিভ কেস পাওয়া যাচ্ছে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চাইতে বেশী হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য কতৃপক্ষের।

চিফ হেলথ অফিসার ডাঃ কেরি চ্যান্ট বলেছেন, কমিউনিটিতে পরীক্ষা বা সনাক্ত হয়নি এমন কোভিড সংক্রমিতের সংখ্যা অনেক।
তিনি বলেন, ” প্রতিফলিত সংখ্যার চাইতে কমিউনিটিতে সম্ভবত আরও বেশি রোগ আক্রান্ত রয়েছে,”।

রাজ্যে প্রতি “দুই থেকে চার দিনে” সংক্রমণ দ্বিগুণ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে করোনা পরীক্ষার বার্তাপ্রেরণ মহামারীর একটি নতুন পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়েছে।
প্রিমিয়ার ডোমিনিক পেরোটেট নিউ সাউথ ওয়েলসের বাসিন্দাদের উপসর্গ না তাকলে পরীক্ষার জন্য ক্লিনিকে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

যারা আগামী ৭২ ঘন্টার মধ্যে পিসিআর টেস্টের ফলাফল পাওয়ার আশা করছেন তাদের ফলাফল পেতে বিলম্ব হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
রাজ্যে দৈনিক কোভিড -১৯ পজিটিভ কেস এর সংখ্যা পাচঁ অঙ্কের ঘর স্পর্শ করেছে।গত রাত থেকে ২৪ ঘন্টার মধ্যে ১১২০১ টি কেস রেকর্ড করা হয়েছে।
- « পরীক্ষায় আসা সংখ্যার চেয়ে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশী ; আশঙ্কা নিউ সাউথ ওয়েলস কতৃপক্ষের।
- এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। »