পরিবেশ অনকূল না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, এখনই নেওয়া হবেনা এইচ. এস. সি পরীক্ষা — শিক্ষামন্ত্রী
Thursday, August 20, 2020

করোনার প্রাদুর্ভাব কমানোর জন্য গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।কোমল মতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে সরকার এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে না।
কারণ এখনো প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে।এমনকি আক্রান্তর সংখ্যাও প্রতিদিন স্বাভাবিক ভাবে রয়েছে।এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মত পরিবেশ তৈরি হয়নি।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তাই এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে না শিক্ষামন্ত্রী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা।তাই শিখ্রই এইচ.এস.সি. পরীক্ষা নেওয়া ও সম্ভব হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
Categories:বাংলাদেশ
Tags:
- « অস্ট্রেলিয়ান নাগরিকদের দেশের বাইরে ভ্রমনে সতর্কতা জানিয়েছে বর্ডার ফোর্স
- সিডনি,মেলবোর্ন অ্যান্টার্কটিকা বায়ু ভর বৃষ্টি, তুষার, বরফ হতে পারে। »