পন্য ক্রয়ের ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দিল সুপারমার্কেট জায়ান্ট কোলস

অস্ট্রেলিয়ার চেইন সুপার মার্কেট কোলস কোভিড -১৯ এর কারণে সৃষ্ট সাপ্লাই চেইনে বিঘ্ন ও কর্মী সল্পতার কারণে পন্য সরবরাহে ঘাটতি তৈরী হওয়ায় নির্দিষ্ট কিছু পন্যের ক্ষেত্রে ক্রয় সীমা নির্ধারণ করে দিয়েছে।
গ্রাহকরা এখন থেকে একবারে সর্বোচ্চ এক প্যাকেট টয়লেট পেপার কেনার সুযোগ পাবেন। প্যারাসিটামল, এসপিরিন আর আইবুপ্রোফেন এর মত প্রয়োজনীয় ঔষধের ক্ষেত্রে ক্রেতা প্রতি দুই প্যাকেটের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এই সুপারমার্কেট জায়ান্ট মঙ্গলবার ফেসবুকে এক বার্তায় জানিয়েছে, “মহামারী সাপ্লাই চেইন ব্যাঘাতের কারণে আমাদের স্টোরে পণ্যের প্রাপ্যতা প্রভাবিত হয়েছে।”
“আতঙ্কিত হওয়ার দরকার নেই। অনুগ্রহ করে শুধুমাত্র আপনার যা প্রয়োজন তা কিনুন। কিছু আইটেম এর ক্ষেত্রে ক্রয় সীমা প্রযোজ্য হবে।”

সাম্প্রতিক সময়ে স্টোরগুলোতে খালি তাক পূর্বের রাজ্য জুড়ে সাধারণ একটি বিষয়ে পরিনত হয়েছে, বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে।
- « করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের ১১ দফা নির্দেশনা।
- চীনে ধাতব বক্সে থাকতে বাধ্য করা হচ্ছে করোনা রোগীদের। »