পটিয়ায় গাছে বেঁধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগে পুত্রসহ চেয়ারম্যান গ্রেপ্তার।
Saturday, April 30, 2022

চট্টগ্রামের পটিয়ায় হাইদ্গাও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতে কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসি (২৩)।

আজ শনিবার (৩০ এপ্রিল) ভোরে হাইদগাঁও ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।
উল্লেখ্য, ইফতার মাহফিলে দাওয়াত দেয়াকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিমের সমর্থকরা তাকে মারধর করেন।
Tags: