পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত।
Tuesday, March 8, 2022

পটিয়া কমলমুন্সির হাট জলুর দীঘির পাড় ফোর স্টার কনভেনশন হল- এর সামনে জলুর দীঘির পাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। হানিফ পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে মোটর সাইকেলে আগুন লেগে যায় ও আগুন মোটর সাইকেল থেকে বাসে ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তির নাম সিফাত এবং বয়স আনুমানিক ১৭ বছর। তার বাড়ি ময়মনসিংহ সদরে বলে জানা গেছে।
Tags:
- « নিউ সাউথ ওয়েলসে বন্যায় ঘর ছাড়তে হবে ৬০ হাজার বাসিন্দাকে
- রাশিয়া – ইউক্রেন যুদ্ধ : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে ঝুঁকির মুখে বাংলাদেশের অর্থনীতি। »