নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে কুপিয়ে ও গুলি করে বরকে হত্যা
Tuesday, April 7, 2020

নিহত ওই বরের নাম মো. মাহফুজুর রহমান ওরফে ফিরোজ (৩০)। তিনি উপজেলার হাজীপুর গ্রামের সেরাজুল হকের ছেলে।মাহফুজ গতকাল দুপুরে বর সেজে একই উপজেলার কুতুবপুর এলাকায় বিয়ে করতে যান। বর ও বরযাত্রীদের খাবার শেষে বিয়ে পড়ানো হয়।

এর কিছুক্ষণ পরে ১৪-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বিয়েবাড়িতে হামলা চালায়। তারা বরকে ঘেরাও করে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং একপর্যায়ে কয়েকটি গুলি করে। এরপর ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে চলে যায় তারা।গুরুতর আহত মাহফুজকে উদ্ধার করে বেগমগঞ্জের চৌমুহনী শহরে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নোয়াখালী প্রতিনিধিঃ শোয়েব/ ০৭-০৪-২০২০ ইং।
Categories:বাংলাদেশ
Tags: