[wpusb]
নিবন্ধন দেয়নি ঔষধ প্রশাসন গণস্বাস্থ্যের কিটের!
Friday, June 26, 2020

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর।
সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের এই জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি কমিটির সুপারিশ গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি।’গণস্বাস্থ্য কেন্দ্র বলেছে, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ শিগগিরই তারা জানাবে!
Categories:নিজস্ব প্রতিবেদক
Tags:
- « হঠাৎ বাড়ছে ভিক্টোরিয়ায় আক্রান্তের সংখ্যা
- চূড়ান্ত পর্যায়ে চলে আসছে করোনার সংক্রমণ,সেপ্টেম্বরে কমতে পারে! »