নিউ সাউথ ওয়েলসে নতুন করে পাঁচ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
Thursday, September 17, 2020

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান তার অঙ্গরাজ্যে পাঁচটি নতুন করোনাভাইরাস কেসের রেকর্ড নিশ্চিত করেছেন।

রাজ্যটিতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরও নতুন করে তাদের চিন্তার বিষয় হয়ে দাড়িছে বিষয়টি ।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « অস্ট্রেলিয়ার তাসমেনিয়া প্রবাসীদের বসন্ত এবং জমকালো পিঠা উৎসব।
- করোনাকালে স্বাস্থ্য মন্ত্রনালয় দক্ষতার পরিচয় দিয়েছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনা। »