নিউ সাউথ ওয়েলসে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক কোভিড -১৯ সনাক্ত হয়েছে। রাতারাতি আরো ২৩,১৩১ টি নতুন সংক্রমণ সনাক্ত করা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১৩৪৪ জন কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যার মধ্যে ১০৫ জন আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুজন। তার মধ্যে একজন ৯০ বছর বয়সী পশ্চিম সিডনির বাসিন্দা,যিনি ওয়েস্টমিড হাসপাতালে মারা গেছেন। তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন। অপরজন জন হান্টার হাসপাতালে মৃত্যু বরন করেছেন। নিউক্যাসল এলাকার বাসিন্দা ওই ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি টরন্টোর কিলপ্যাট্রিক কোর্ট এজ কেয়ার সুবিধার বাসিন্দা থাকাকালীন এই ভাইরাসে সংক্রমিত হন। তিনি ও কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন।