নিউ সাউথ ওয়েলসে আগামী সোমবার থেকে বিধিনিষেধ আরো সহজ হচ্ছে

এই সপ্তাহান্তে নিউ সাউথ ওয়েলস ১৬ বছরের উর্ধ্বে ৮০% নাগরিকদের সম্পুর্ণভাবে টিকাকরণ এর মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা করা হচ্ছে। আর সেটি হলে নির্ধারিত সময়ের একসপ্তাহ পুর্বেই করোনা জনিত বিধিনিষেধ আরো সহজ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান রাজ্যের প্রিমিয়ার ডমিনিক পেরোট্টে।

দীর্ঘ ১০৬ দিন ঘরবন্দী থাকার পর গত সোমবার ৭০% টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জিত হলে রাজ্যের বাসিন্দারা কিছুটা স্বাধীনতা পায়। পাব, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসাসহ অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

প্রাপ্তবয়স্ক ৮০% নাগরিকের টিকাকরণ সম্পন্ন হলে বিধিনিষেধ আরো সহজ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রিমিয়ার মিঃ পেরোট্টে বলেছেন, সপ্তাহান্তে ৮০% টিকাকরণ এর মাইলফলক অর্জন করলে আগামী সোমবার থেকে বিধিনিষেধ আরো সহজ করা যায় কিনা সেটি আলোচনা করতে সরকারের কোভিড ও অর্থনৈতিক পুনরুদ্ধার কমিটি আগামী বৃহস্পতি বার বৈঠকে বসছে।
সেক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের জনগণ বিধিনিষেধ থেকে অনেকখানি মুক্তি পাবে বলেই আনুমান করা যায়।

- « নিউ সাউথ ওয়েলস -এ নতুন বিধিনিষেধ! যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন
- কুমিল্লায় পূজা মন্ডপে পবিত্র কুরআন! বিক্ষোভ, উত্তেজনা »