নাঙ্গলকোটে বেড়ে গেছে সীমাহীন চুরি
Sunday, September 13, 2020

গতকাল রাতে কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভার ২ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে গনহারে চুরি হয়।এতে বিশিষ্ট্য মাছ ব্যবসায়ি শহীদের জেঠাতো ভাই জালাল মিয়ার বেটারিচালিত অটো রিকসাটি চুরি করে নিয়ে যাওয়া হয়।তার একমাত্র উপার্জনের মাধ্যমটি ছিল ঐ বেটারিচালিত অটো রিকসা।এটি হারিয়ে সে খুবই অসহায় হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, যাদের ঘরে চুরি করা হয়, তাদের বাহির থেকে তালা দিয়ে রিকসা ও অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যাওয় হয়।এতে আরও জানা যায় আশে পাশের প্রায় ১৫/২০ টি মোবাইলও সংঘবদ্ধ ভাবে চুরি করা হয়।গত কয়েকদিনে চুরির সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।তাই সাধারণ মানুষ মনে করে, চুরি ঠেকাতে প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন।
Categories:স্বাধীনকণ্ঠ বাংলাদেশ
Tags: