নরসিংদী থেকে তিনজনের লাশ উদ্ধার। দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে

নরসিংদীর বেলাব উপজেলায় মাটির দুটি ঘর থেকে এক নারী ও তাঁর দুই শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। দরজার বাইরে রক্ত গড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের বাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত তিনজন হলেন উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম এবং তাঁদের দুই সন্তান রাব্বি শেখ (১৩) ও রাকিবা শেখ (৭)। রাহিমা বেগম
এলাকায় কাপড় সেলাইয়ের দরজি হিসেবে পরিচিত। রাব্বি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ও রাকিবা স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করত। স্থানীয়রা জানিয়েছেন গিয়াস উদ্দিন শেখ গাজীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টেন্ডারের মাধ্যমে রঙের কাজ করেন। তিনি বেশির ভাগ সময় গাজীপুরে অবস্থান করেন। আর দুই সন্তানকে নিয়ে রাহিমা বেগম গ্রামের এ বাড়িতে থাকতেন। গতকাল শনিবার বিকেলে গিয়াস উদ্দিন গাজীপুরের কর্মস্থলে যান। স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি আজ সকাল ১০টার দিকে গাজীপুর থেকে বাড়িতে যান।

- « অস্ট্রেলিয়ায় আজ অনুষ্ঠিত হচ্ছে ফেডারেল নির্বাচন। জয়ের ব্যাপারে আশাবাদী স্কট মরিসন
- অস্ট্রেলিয়া সহ ১১ টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স »