নতুন করোনা শনাক্তদের মধ্যে কোন এলাকার কয়জন
Saturday, April 11, 2020

বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ছে ৫৮ জন। যাদের মধ্যে ১৪ জন ঢাকা শহরের। নারায়ণগঞ্জের ৮ জন। অন্যান্য জেলায় ৩৬ জন।

আজ শনিবার আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

ফ্লোরা বলেন, নতুন আক্রান্তের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১৭ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছেন ১৫ জন।গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। চট্টগ্রামের পর্যন্ত ৭ জনকে শনাক্ত করা হয়েছে তারা সবাই আইসোলেশন চিকিৎসাধীন আছে। এ পর্যন্ত খবরের চট্টগ্রামে কারো মৃত্যু হয়নি।১১-০৪-২০২০ ইং
Categories:বাংলাদেশ
Tags:
- « আইন ভঙ্গের কারনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মন্ত্রীর পদত্যাগ
- করোনা: ‘দ্রুত লকডাউন তুলে নিলে মারাত্মক পুনরুত্থান হবে »