নতুন করে আশা জাগাচ্ছে হালদা!

একযুগের মধ্যে সর্বাধিক ডিম সংগ্রহের পর এবার এক মাসের ব্যবধানে দ্বিতীয় বার ডিম ছেড়েছে দক্ষিণ এশিয়ার এক মাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর রুই জাতীয় মা মাছ।স্থানীয় প্রশাসন ও চট্টগ্রাম মৎস্য বিভাগের নজরদারি, পাশাপাশি অনুকূল প্রাকরিতিক পরিবেশ এর কারনে এমন আশা জাগানিয়া পরিবর্তন ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় ডিম সংগ্রহকারীরা।
শুক্রবার ভোরে হালদা নদীর বারইঘোনা ও ছায়ারচর নামক এলাকায় দ্বিতীয়বার ডিম ছাড়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।গত ২২ মে হালদা নদী থেকে রেকর্ডসংখ্যক ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়। যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। তবে, দ্বিতীয়বার ডিমের সংখ্যা বেশি নয় বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা।
শুক্রবার গভীর রাতে ডিম সংগ্রহকারীরা ৩০টির মতো নৌকা নিয়ে ডিম সংগ্রহ করতে নেমেছেন। সর্বোচ্চ ১০ বালতির মতো ডিম হবে বলে ধারণা সংগ্রহকারীদের।
হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়ার মতে, এভাবে দ্বিতীয়বার ডিম দেওয়াটা আশাব্যঞ্জক ঘটনা।
- « চট্টগ্রামে করোনার উপসর্গে মৃত্যু ৫ গুণ বেশি
- বিএনপির এমপি হারুনের দাবি স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার »