নগরীর সি এন্ড বি রাস্তার মাথায় জ্যামের কারণে নষ্ট হচ্ছে কর্ম ঘন্টা।
Tuesday, August 25, 2020

চট্টগ্রাম কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠিত কয়েকশ শিল্প প্রতিষ্ঠান।সরকার এই সব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা আয়কর গ্রহণ করেন।শ্রমিক বহন কারী গাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাল বহন কারী গাড়ি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতিদিন সি এন্ড বি মোড়ে জ্যাম লেগে থাকে।
জ্যামের কারণে রোগীবহন কারি ও অতিপ্রয়োজনীয় গাড়ি সঠিক সময়ে গন্তব্যে পৌছতে পারছেনা।দক্ষিণ চট্টগ্রাম ও কাপ্তাই থেকে আগত যাত্রীগন সি এন্ড বির জ্যামে দীর্ঘক্ষণ বসে থাকেন। এতে করে তারা সঠিক সময়ে অফিস ও অন্যান্য কাজে পৌছতে পারে না।নষ্ট হচ্ছে তাদের কর্মঘন্টা।
ড্রাইবার ও সাধারণ যাত্রী প্রতিদিন ক্ষোভ প্রকাশ করছেন।সাধারণ যাত্রী দাবি করেন যে, যেন সর্বক্ষন এখানে ট্রাফিক পুলিশ দেওয়া হয়। সে জন্য তারা প্রসাশনের সু দৃষ্টি কামনা করছেন।যাতে করে নিরবছিন্ন ভাবে সকল গাড়ি চলাচল করতে পারে।
Categories:বৃহত্তর চট্টগ্রাম
Tags:
- « নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় মা ও ছেলে খুন।
- কনের গায়ে হলুদ, বন্ধুদের নিয়ে বাইক শোভাযাত্রা »