নগরীতে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা সাজ্জাদ আলী

মোঃ রবিউল হোসেন/ চট্টগ্রামঃ শনিবার সকালে নগরীর চাঁদগাও ৭ নম্বর রোডস্থ বাড়িতে শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা জনাব মোঃ সাজ্জাদ আলী। মূলত এই দুর্যোগে যারা কর্মহীন যাদের কোনো আয় রোজগার নেই তাদের লিস্ট করে প্রতিটি পরিবারে যুবলীগের কর্মীরা বাসায় পৌঁছে দিয়েছে উপহার সামগ্রী। উপহার সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব মহিউদ্দিন বাচ্চু।এসময় তিনি বলেন যারা দরিদ্র নিম্নমধ্যবিত্ত তারা খুব কষ্টে আছে আমাদের উচিত তাদের জন্য কিছু করা। যুবলীগের কর্মীরা এ দুর্যোগময় মুহূর্তে সবার মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে এটি সবার জন্য অনুকরণীয় আশা করছি সবাই এই উদ্যোগে নিজেকে নিয়োজিত থাকবেন। মূলত খাদ্য সামগ্রী চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব মহিউদ্দিন বাচ্চু নির্দেশনায় মহানগর যুবলীগের নেতা জনাব সাজ্জাদ আলীর উদ্যোগে সবার মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২/মে-২০২০ ইং বিকাল ৩ টা।