ধানের জমি নষ্ট করে শিল্পকারখানা না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বলেন,ধানচাষের যোগ্য জমি ও মানুষের বসতবাড়ি রক্ষা করার স্বার্থে কৃষি জমিতে শিল্পকারখানা করা যাবেনা।তিনি বলেন,আপনারা শিল্পকারখানা করবেন ভাল কথা। অর্থনৈতিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের সভার সার্বিক বিষয় তুলে ধরেন।তিনি বলেন,আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভায় ৪ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন,আপনারা ব্যবসা করতে চাইলে শিল্প এলাকায় যান। আপনাদের আমরা শিল্প এলাকায় শিল্প কারখানা করতে উৎসাহ দিব।তারপরও ধানের জমি নষ্ট করে শিল্প কারখানা করা যাবেনা।
- « কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই।
- আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। »