ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়টি ভাবছে সরকার।
Wednesday, October 7, 2020

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। কেননা জনগণের পক্ষ থেকে এ দাবি উঠেছে।’
আইনমন্ত্রী বলেন, ‘যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। সেহেতু এটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।’
আজ বুধবার (৭ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার পর একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। দাবি উঠেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করারও।
Tags:
- « অস্ট্রেলিয়া ও চীনের মাঝে উন্নত সম্পর্ক তৈরি করা প্রয়োজন।
- দুপুরে জানানো হবে এইচএসসি পরীক্ষা কবে,শিক্ষামন্ত্রী। »