[wpusb]
দেশে পৌঁছাল ফাইজারের (কোভ্যাক্স) করোনা টিকা।
Tuesday, June 1, 2021

ঢাকায় পৌঁছাল ফাইজারের এক লাখ ৬২০ ডোজ করোনা টিকা। সোমবার (৩১ মে) রাত ১১টা ৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসব ভ্যাক্সিন নিয়ে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান।
উল্লেখ্য, এটি করোনা টিকার আন্তর্জাতিক উদ্দ্যোগ কোভেক্স থেকে পাওয়া বাংলাদেশের প্রথম কোন ভ্যাকসিন।
এর আগের দিন রবিবার (৩০ মে) টিকাটি দেশে পৌঁছানো নিয়ে ছিল দিনভর বিভ্রান্তি। পরে সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান টিকা আসবে সোমবার।
Tags:
- « দেশে করোনা (কোভিড -১৯) আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়ালো
- করোনা মহামারীর কারণে ৩ মাস বেতন নিবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। »