দুবাই মুশরিফ পার্কে রাউজান সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিক আমিরাত থেকে:
প্রবাসে ভ্রাদৃতাবোধ বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাতের রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুবাই মাশরিক পার্কে গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) রাউজান বাসির মিলন মেলা ও বনভোজনের আয়োজন করা হয়্। দিনব্যাপী এ মিলনমেলায় ত্রুীড়া প্রতিযোগিতা, দেশীয় খানাপিনা আলোচনাও পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী সভায় সংগঠনের সভাপতি খোরশেদ জামানের সভাপতিত্বে অনুস্টান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম । স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম । শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব কাজী ওমর গনি, ওয়াহেদুল মোস্তাফা, আলম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ তারেক প্রমুখ ।অনুস্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোহাম্মদ আইয়ুব, সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মোরশেদ, নাজিম উদ্দিন আকাশ, জামাল উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, এ ধরনের অনুস্টানের মাধ্যমে নিজ নিজ এলাকার প্রবাসীদের মাঝে ভাতৃত্ববোধ বৃদ্ধি করে। সাথে সাথে এলাকার গরীব অসহায় ও মেধাবীদের সাহায্য সহযোগিতায় এগিযে আসা যায়। তারা প্রতিকূল আবহাওয়ায় অনুস্টান সফল করাতে সকলকে ধন্যবাদ জানান। তারা সকলের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাজে পুরুস্কার বিতরন করা হয়।১৩-০১-২০২০ ইং
- « গাউছিয়া কমিটি দুবাই আবীর শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত
- Nepalese student died in road accident in Australia »