দুবাই বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিক আমিরাত থেকে:
সংযুক্ত আরব আমিরাতে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত সোমবার( ৯মার্চ) সংগঠনের দুবাইস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল হক আনছারের এর পরিচালনায় ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষন এর তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন ৭ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আমরা হয়তো আজও পরাধীন থাকতাম। তার ডাকে লক্ষ লক্ষ মুক্তিকামী বাংঙ্গালী সেদিন মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরেছিল এবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল। অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।২৬ শে মার্চ উৎযাপন ও বঙ্গবন্ধুর স্বপ্নকে একে একে বাস্তবে রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মিশন ২১\৪১ বাস্তবায়নে কাজ করতে বক্তারা সকলের প্রতি অনুরোধ জানান।বক্তারা বলেন আগামী ২৯ শে মার্চ চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র পদে মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী কে নৌকা মার্কায় ভোট ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য দেশ ও বিদেশে সকল কে কাজ করার আহ্বান জানান। ১০-০৩-২০২০ ইং
- « আসুন দলের প্রতি, আদর্শের প্রতি সম্মান দেখাই। ঐক্যবদ্ধ থেকে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করি
- দক্ষিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশী বংশদ্ভূত শিশুর করুণ মৃত্যু »