দুবাইয়ে ২ দিনব্যাপী মধ্যপ্রাচ্যের প্রথম বিজনেস সামিট অনুষ্ঠিত

ওবায়দুল হক মানিক আমিরাত থেকে: মধ্যপ্রাচ্য প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশ গঠনে অন্যতম ভূমিকা রাখছে। বৈধপথে টাকা পাঠিয়ে প্রতিবছরই অনেকে সিআইপির মর্যাদা পাচ্ছেন। প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিরা।দুবাইয়ে অনুষ্ঠিত ২ দিনব্যাপী মধ্যপ্রাচ্যের প্রথম বিজনেস সামিটে এসব বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই। ৭-৮ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের একটি অভিজাত হোটেলে সামিটে বিশ্বের ২০টি দেশের ৫০০ প্রবাসী উপস্থিত ছিলেন।এ সময় নিশ্চিন্তে বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের আহ্বান করা হয়। প্রথম দিনে বক্তব্য দেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খানসহ বিশ্বের নানা দেশ থেকে আসা বাংলাদেশি ব্যবসায়ী নেতারা।দ্বিতীয় দিনে বক্তব্য দেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। আরও বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসির, সহ-সভাপতি সি আইপি মাহবুবুল আলম, রাজা মল্লিক, সামিটের আহ্বায়ক আইয়ুব আলী বাবুল ও সদস্য সচিব সাইফুদ্দিন আহমদ। ১০-০১-২০২০ইং
- « সিএমপি’র ডবলমুরিং থানার অভিযানঃ সিএনজি দিয়ে যাত্রীদের ব্যাগ টানা পার্টির ০২ সদস্য গ্রেফতার এবং ০১টি দেশীয় তৈরী বন্দুক (এলজি) ও গুলি, ০৬টি মোবাইল, ০১টি ল্যাপটপ, ১৭টি ব্যাগ, ০১টি সিএনজি উদ্ধার
- চট্টগ্রাম ৮ আসন উপ নির্বাচনে যানবাহন চলাচলের উপর বিজ্ঞপ্তি »