দাবানল থামাতে অস্ট্রেলিয়া-কানাডার সাহায্য চেয়েছে ক্যালিফোর্নিয়া।
Sunday, August 23, 2020

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া ও কানাডার সহযোগিতা চেয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম।সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বিশ্বরেকর্ড গড়া তাপদাহের মধ্যে ১২ হাজারের বেশি বজ্রপাত থেকে এ দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দাবানল পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেছেন, ‘এই আগুন আমাদের সম্পদ ও কর্মকর্তাদের শেষ করে দিচ্ছে।’

কয়েকশ’ অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে সান ফ্রান্সিসকোর দক্ষিণ ও পূর্বের পাহাড়ি এলাকাগুলোতে। দাবানলের ৫৬০টি অগ্নিকাণ্ডের মধ্যে বেশ কয়েকটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্যতম বড় আগুনের ঘটনা।

দাবানলে দমকলকর্মীসহ অন্তত ৪৩ জন আহত হয়েছেন, মারা গেছেন কমপক্ষে ছয়জন। আগুনে ভস্মিভূত হয়ে গেছে শত শত ঘরবাড়ি, হুমকিতে পড়েছে আরও কয়েক হাজার।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল।
- ভিক্টোরিয়ান স্বাস্থ্য প্রধানের প্রতিশ্রুতি। »