ত্রিশ বছর পর চরম মন্দার মুখে পড়েছে অষ্ট্রেলিয়া।

মন্দার হাত থেকে রেহাই পেল না অস্ট্রেলিয়াও,২০০৮ সালে বিশ্বের বেশিরভাগ দেশ যখন মহামন্দার কবলে পড়ে ধুঁকছিল, তখনও শক্ত হাতে নিজেদের সামলেছে অস্ট্রেলিয়া। কিন্তু এবার আর শেষরক্ষা হলো না। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল, এরপর বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবায় প্রায় ৩০ বছর পর চরম মন্দার মুখে পড়েছে দেশটি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে অস্ট্রেলিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছিল ০.৩ শতাংশ। কিন্তু করোনাভাইরাসের হানায় নানা বিধিনিষেধের কারণে দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে দেশটির জিডিপি সংকুচিত হয়েছে প্রায় সাত শতাংশ।

১৯৫৯ সালে হিসাব শুরুর পর থেকে অস্ট্রেলিয়ার জিডিপিতে এত বড় ধস আগে কখনোই দেখা যায়নি। পরপর দু’টি প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি হলে, অর্থাৎ জিডিপি কমলে সেই অর্থনীতি মন্দায় পড়েছে বলে ধরা হয়। সবশেষ ১৯৯০ সালের মাঝামাঝি থেকে ১৯৯১ সালের শেষ অবধি মন্দায় পড়েছিল অস্ট্রেলিয়া।

জিডিপিতে ধস নামলেও বিশ্বের অন্যান্য বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর চেয়ে এখনও ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
- « ব্রিসবেনে এক প্রবীণ ব্যক্তির ঘরের সিলিং ভেঙ্গে পড়ল বিশালাকার দুই পাইথন
- অস্ট্রেলিয়ায় নিউজ শেয়ার বন্ধের হুমকি দিল ফেসবুক। »