ত্রাণের খবর প্রচার করতে বাঁধা!

চট্টগ্রাম বহদ্দারহাট খাজা রোড বলিরহাট এলাকায় সামাজিক দূরত্ব নিয়ে রিপোর্ট করতে যায় স্বাধীন কন্ঠ টেলিভিশন। সকাল সাড়ে এগারটায় সেখানে মানুষের দুর্গতি গুলো এবং বিভিন্ন সমস্যা গুলো তারা টেলিভিশনের মাধ্যমে কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে বলিরহাটের সর্বস্তরের জনসাধারণ।সামাজিক দূরত্ব এবং ত্রান পাওয়ার বিষয়গুলো স্বাধীন কন্ঠ টেলিভিশনের মাধ্যমে লাইভে প্রচারিত হয়।

জনসাধারণের কষ্ট ও তাদের ক্ষোভের কথা বলতে থাকে। কেউ বলে নির্বাচন আসলে জনপ্রতিনিধিদের দেখা যায় কিন্তু দুর্যোগে দেখা যায় না।আবার কেউ বলে নির্বাচন আসলে ভোটের স্লিপ গুলো বাসায় দিয়ে আসে কিন্তু ত্রান বাসায় দিয়ে আসে না। আবার অনেকে বলে তারা শ্রমজীবী মানুষ তারা বাড়ি ভাড়া দিতে পারেনা তাদের কষ্ট আকাশচুম্বী। রিপোর্টটির লাইভে শেষ হওয়ার পর পর এলাকার কিছু মুরুব্বি স্বাধীন কন্ঠ টেলিভিশনের রিপোর্টার কে বলে আমাদের সামনের বস্তিতে প্রায় ৪০ জনের মত গরীব অসহায় দরিদ্র আছে। তাদের থেকে আইডি কার্ড সিগনেচার সব নিয়ে গেছে কিন্তু তারা এখনও ত্রান পায়নি। স্বাধীন কন্ঠ টেলিভিশন তাদের দুর্ভোগ টি প্রচার করার জন্য সেখানে যায় কিন্তু কোনো এক পক্ষের বাধার কারণে লাইভ টি এবং এলাকার সে বস্তির মহিলাদের মতামত নেওয়া সম্ভব হয়নি।পরবর্তী সে এলাকার কিছু

লোকজন স্বাধীন কন্ঠ টেলিভিশনের রিপোর্টারদের গাড়িতে উঠিয়ে দেয় তারা নিউজ না করে চলে আসে এবং পক্ষান্তরে এ বিষয়টি চাঁদগাও থানায় ডিউটি অফিসারকে অবহিত করে। ২২-০৪-২০২০ ইং
- « ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ৩৯০ জন, মৃত্যু ১০
- সন্ধ্যায় করোনা নিয়ে দক্ষিণ এশীয় সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী »