তিন লিজেন্ড শিল্পীর গান নিয়ে solar world এর সংগীত আয়োজন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিন শিল্পী এই প্রথম সিডনিতে একত্রে গান করবেন। আপেল মাহমুদ, রথিন্দ্রনাথ রায় ও কাদেরী কিবরিয়া। একাত্তর সালে তাদের যে সুর বাংলাদেশীদের অনুপ্রানিত করেছিলো , সেই সুর একই সাথে উপভোগ করতে পারবেন সিডনিবাসী। আগামী ২৯ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের পর পরই লিভারপুলের মার্কিউরি হোটেলের বলরুমে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। গানের অনুষ্ঠান হলেও থাকবে একাত্তরের স্মৃতিচারনা । থাকবে অজানা কথামালা। সেই সাথে স্বাধীনতার চিরপরিচিত আবহ। এক কথায় সোলার ওয়াল্ড তাদের এক দশক পূর্তি উপলক্ষে সিডনিবাসীর জন্য নিয়ে আসছেন তিন শিল্পীকে মুখোমুখি দেখার সুবর্ন সুযোগ। অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে , ‘গানে গানে ৭১ এর কথকথা”। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এখানে এসেছেন, একসময় রেডিওতে আপেল মাহমুদের বিখ্যাত সব গান শুনতে শুনতেই তাদের বড় হয়ে ওঠা । রথিন্দ্রনাথ রায়ের ভাওয়াইয়া আর দেশাত্মবোধক যেনো বাংলা সংস্কৃতির অন্যতম অংশ। বাংলা গানের এই দিকপাল গাইবেন সিডনিবাসীর জন্য। এতকিছুর মধ্যে কাদেরী কিবরিয়ার রবীন্দ্র সংগীত না হলে কি চলে? আর তাইতো তিনিও থাকবেন রবীন্দ্র সংগীতের সুর মুর্ছনায় দর্শক শ্রোতার মন ভরিয়ে দিতে। ২৪-০১-২০২০ ইং
- « আমিরাতের কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সম্মাননা পান বাংলাদেশি যুবক
- চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস উপহার »