তরুণরাই আগামীর ভবিষ্যৎ:সায়মা ওয়াজেদ

তরণরাই আগামীর দেশকে সমৃদ্ধ ও উন্নতি করতে অগ্রণী ভূমিকা পালন করবে।সায়মা ওয়াজেদ তরুণদের প্রতি আহবান রেখে বলেন,তরুণরা দেশকে এগিয়ে নিতে ও দেশের প্রতি যে কোন ভূমিকা রাখবে এমনকি দেশের সর্বক্ষেত্রে তরুণদের সুযোগ দেওয়ার আহবান জানান।
সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরঅ) ভাইস চেয়ারপারসন ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ গতকাল সন্ধ্যায় সিআরআই -এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত তিন দিনের সাত পর্বের অনুষ্ঠানের সমাপনী পর্বে তিনি বলেন,বয়স কম হলে যে কম জানবে ! এটা কিন্তু মোটেও ঠিক না।আমাদের এই চিন্তাধারা পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সবাইকে সায়মা ওয়াজেদ ধন্যবাদ জানান।উক্ত অনুষ্ঠানে আরও অংশ নেন পরিকল্পনা মন্ত্রী এম এ মন্নান,ইয়ং বাংলার আহবায়ক নাহিম রাজ্জাক,প্রধানমন্ত্রীর মূর্খসচিব আহমদ কায়কাউস সহ আরও অনেকে।
- « এবার সাউথ অস্ট্রেলিয়ার ব্যবহৃত পানিতে করোনার নমুনা সনাক্ত।
- সরকারের চুক্তি, বিনামূল্যে ভ্যাকসিন পাবেন অস্ট্রেলিয়ানরা। »