তথ্যমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়াবাসীর জন্য লাশবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ নিজের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া ও আশেপাশের উপজেলার মানুষের কল্যানে লাশবাহী ফ্রিজের ভ্যান হস্তন্তর করেছেন।তথ্য মন্ত্রী পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে লাশবাহী ফ্রিজার ভ্যানটি রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়।

গতকাল সোমবার সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে লাশবাহী ফ্রিজার ভ্যানটি হস্তান্তর করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমানের সঞ্চালনায় রাঙ্গুনিয়া প্রান্তে হস্তান্তর অনুষ্ঠানে উপজেলায় চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার,পৌর মেয়র শাহজাহান সিকদার সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরি, থানার অফিসার ইনচার্জ মাহবুব মিল্কি,ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এসময় ড. হাছান মাহমুদ বলেন রাঙ্গুনিয়ার জন্য এনএনকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে কয়েক বছর আগে একটি এবং সরকারের পক্ষ থেকেও তিন বছর আগে একটি অ্যাম্বুলেন্স দেয়া হয়েছিল এই দুইটি এম্বুলেন্স এর মাধ্যমে রাঙ্গুনিয়া বাসের দিনরাত সেবা পাচ্ছে।