ড.প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে- শোকবার্তায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
Monday, August 31, 2020

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী গত ১০ ই আগস্ট মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন।ভর্তির পর তাঁর করোনা টেস্ট করা হয়।টেস্টে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর করোনা পজেটিভ আসে।গত কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর আজ সন্ধ্যায় ভারতের সেনা হাসপাতালে এই সাবেক রাষ্ট্রপতি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।ভারত হারিয়েছি একজন চৌকস ও সফল রাষ্ট্রপতি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।এক টুইট বার্তায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রণব মুখার্জীর ছেলে অবিজিৎ মুখার্জী।সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক পালন করা হবে।ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্টপতি আবদুল হামিদ।অপরদিকে প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন- বাংলাদেশ হারিয়েছে আপন একজন ব্যক্তিকে।
Categories:আন্তর্জাতিক
Tags:
- « অস্ট্রেলিয়ার পার্লামেন্ট অধিবেশনের শেষ সপ্তাহে প্রাধান্য পাবে জবকিপার-জবসিকার ইস্যুটি
- কর্ণফুলী নদীর পাড় বোয়ালখালী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার। »