ডার্লিং হারবারে অপরিচিত বাচ্চার ঠোঁটে চুম্বন করায় ভারতীয় গ্রেফতার
Tuesday, January 21, 2020

সিডনির ডার্লিং হারবারে ঠোঁটে একটি বাচ্চাকে চুম্বনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি আজ আদালতে মুখোমুখি হবে।২৮ বছর বয়সী এই ব্যক্তি গতকাল সন্ধ্যা ৫ টার দিকে সি লাইফ অ্যাকোয়ারিয়ামের প্রামে একটি দুই বছরের শিশুর কাছে আসেন এবং সংক্ষিপ্ত কথোপকথনের পরে শিশুটিকে ঠোঁটে চুম্বন করেন বলে অভিযোগ।ভারতীয় সেই নাগরিক বাচ্চা বা পরিবারের পরিচিত ছিল না৷ সিডনি সিটি পুলিশ এরিয়া কমান্ডের সাথে যুক্ত অফিসাররা ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পৌঁছান৷ এই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডে স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় যেখানে তার বিরুদ্ধে ১০ বছরের কম বয়সী শিশুটিকে ইচ্ছাকৃতভাবে যৌন স্পর্শ করার অভিযোগ আনা হয়।তাকে আজ স্থানীয় আদালতে হাজিরা দিতে হবে বলে তার জামিন প্রত্যাখ্যান করা হয়।
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « সন্দ্বীপে নিউ ফ্রেন্ডস ইউনিটির শিক্ষা উপকরন বিতরন
- অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪ তম জন্ম বার্ষিকী পালন »