ট্রেনের টিকেটে ডিজিটাল চুরি

বাংলাদেশ একটি স্বাধীন দেশ।যেভাবে আমরা স্বাধীন হয়ে বাস করছি,সেভাবে দুর্নীতিবাজ বা চোরেরা স্বাধীন ভাবে দুর্নীতি ও চুরি করে যাচ্ছে।কিন্তু তথ্য প্রমাণসহ ধরা খাইলে জামিন নাই।করোনার কারণে সরকার যাত্রীবাহি সকল যানবাহনে দুজনের সিটে একজন করে বসার জন্য নিয়ম করেছে। অর্থাৎ একজন করে বসলে সামাজিক দুরত্ব বজায় থাকে।ট্রেনেও দু সিটে একজন বসে।
সরকার যাত্রী সাধারণের সুবিধাত্বে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা করেছেন।ঈদ উপলক্ষে যাত্রী বেড়ে গেলেও ট্রেন কিন্তু বাড়েনি।তাই কালোবাজারীরা এই সুযোগকে খুব ভাল ভাবে কাজে লাগাচ্ছে।আমার আসে পাশে যারা ট্রেনে যাতায়াত করে কেউই ঈদ যাত্রার টিকেট পায়নি।প্রতিদিন সকাল ছয়টায় অনলাইনে টিকিট দিলেও ছয়টা দুই কি তিন মিনিটের মাথায় সব টিকেট শেষ হয়ে যায়।সরকারের খতিয়ে দেখা উচিত এত দ্রুত টিকেট গুলো যায় কোথায়? আসলেই কি সাধারণ যাত্রী টিকেট পায়? নাকি দুর্নীতিবাজেরা ডিজিটাল চুরি করছে।
লেখকঃ দুলাল রাহাত
- « বিমানবন্দর থেকে শাজাহান খানের মেয়েকে ফেরত পাঠাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
- ভিক্টোরিয়ায় করোনা পজিটিভ হলে নগদ অর্থ »