টেলিভিশন সংবাদ বা অনুষ্ঠানের লিংক কপি করে চালানো গুরুতর অপরাধ: হাইকোর্ট
Tuesday, January 14, 2020

টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ কিংবা অনুষ্ঠানমালার লিংক কপি করে চালানো গুরুতর অপরাধ; এতে টিভি চ্যানেলগুলোর অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এমন অভিমত জানিয়েছেন হাইকোর্ট।
দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোতে প্রায়শ সংবাদের সাথে অন্যের ভিডিও লিংক জুড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে রিট করে একটি বেসরকারি টিভি চ্যানেল। শুনানি শেষে বিচারকরা এই মন্তব্য করেন।
পাশাপাশি, বিটিআরসি কেনো বিষয়টি মনিটরিং করছে না তা জানাতে ৪ সপ্তাহের সময় বেধে দেন আদালত। যদি কোনো সাইটে চ্যালেনের ভিডিও লিংক ব্যবহার করা হয় তবে তার নিচে ওই চ্যানেলের মালিকের নাম ঠিকানা যুক্ত করতে হবে এবং নির্দেশনাও দেন আদালত। হাইকোর্ট বলছে যারা অনলাইন টেলিভিশন বা অনলাইন পোর্টাল চালাচ্ছে সেখানে অবশ্যই মালিকের নাম ,মালিকের ঠিকানা, ফোন নাম্বার এবং বিবরণ লিপিবদ্ধ থাকতে হবে।১৪-০১-২০২০ ইং।
Categories:বাংলাদেশ
Tags:
- « সন্দ্বীপে গৃহবধু তাহমিনার অস্বাভাবিক মৃত্যু।পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে
- বন্দর, জাহাজ নির্মাণে বিনিয়োগ করতে ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন:শেখ হাসিনা »