জোকোভিচের ভিসা আবারও বাতিল করলো অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ
Sunday, January 16, 2022

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা দ্বিতীয় দফায় বাতিল করল অস্ট্রেলিয়া সরকারের অভিবাসন বিভাগ। দেশটির অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকে এক বিবৃতিতে বলেছেন, স্বাস্থ্যগত ভিত্তির কারণে জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে।

তবে ভিসা বাতিলের কারণে জোকোভিচের জন্য বাড়তি চিন্তার কারণ হলো, ভিসা বাতিলের সিদ্ধান্ত উঠিয়ে নেওয়া না হলে এবার তো অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেনই না, আগামী তিন বছরেও নতুন করে আর অস্ট্রেলিয়ান ভিসা পাবেন না বর্তমানে টেনিস বিশ্বের নাম্বার ওয়ান এই খেলোয়াড়।জোকোভিচ অবশ্য এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

সুত্র : এবিসি
Categories:অস্ট্রেলিয়া
Tags:
- « মেলবোর্নে পিতার হাতে ৬বছরের শিশু সন্তানের করুণ মৃত্যু। পরিবারসহ আত্মহত্যার চেষ্টা প্রবল শর্মার
- করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু প্রত্যক্ষ করল অস্ট্রেলিয়া »